Skip to main content

Nishkraman Lyrics In Bengali- Fossils Lyrics


Nishkraman Lyrics In Bengali- Fossils Lyrics

Band: Fossils

SInger: Rupam Islam


 এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাবো কোথাও
এই হৃদয় চিরে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হবো উধাও। (x2)

শুধু কথা দাও, খুঁজবে না আমায়
শুধু কথা দাও, ডাকবে না পিছু
যত কথা ছিল তোমাকে বলার
আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু।
ও.. এই হৃদয় চিরে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হবো উধাও।

পাইনি স্বাধীনতা আজও ও ও..
হর্মোনের উচ্ছ্বাস অবসাদের এ শরীরে
মায়ার বাঁধন, ভাটের প্রহসন
কিন্তু সেই ফ্রয়েডীয় ইচ্ছেই কামড়ায়,
মাঝরাত্তিরে...
অতএব রাত্রি ভ্রমণ, রাত্রি জাগরণ
Campfire, পুড়িয়ে রঙচটা সত্যি কথা
অথবা এ আমার মহানিস্ক্রমণ
ঝেড়ে ফেলে, জমে থাকা অপদার্থতা..

শুধু কথা দাও, খুঁজবে না আমায়
শুধু কথা দাও, ডাকবে না পিছু
যত কথা ছিল তোমাকে বলার
আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু।
ও.. এই হৃদয় চিরে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হব উধাও।
এ.. এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাবো।

Comments

Popular posts from this blog

Bari esho lyrics in Bengali- Fossils lyrics

Bari esho lyrics in Bengali- Fossils lyrics Band: Fossils  Singer: Rupam Islam Bari Esho: ডাকতে তোমাকে পিছু কতবার মাথা নিচু ভুলে এসে কত প্রলোভন ভুলে কত কিছু ডাকতে তোমাকে পিছু কতবার মাথা নিচু ভুলে এসে কত প্রলোভন ভুলে কত কিছু ফিরতে তোমাকে হবে আমি জানি জানো তুমি আজও মনে আছে শেষবার ফিরে তাকানো তুমি ফিরে এসো বাড়ি এসো ফিরে এসো বাড়ি এসো জানি ট্রাফিক-এর সঙ্কটে যানজটে দিনকাটে ঝঞ্ঝাটে পরাধীন এই যাতায়াতে উৎপাতে পথঘাটে চোরা আঘাতে জানি ক্ষুধার্ত সেক্স আর অবসাদের জঙ্গলে ফেঁসে আছ নিরাপদ মোড়কের এই শ্বাপদ দেশে কতদিন শুধু স্বপ্নের সিনেমাতে ফিরে পাওয়া তোমায় তোমার আদর কতদিন ফাটাফাটি সাদা পরিপাটি বিছানা ডাকে তোমায় নিভাঁজ চাদর কতদিন ছোঁয়া পাইনি তোমার ঠোঁটের কতদিন ধরে হয়েছি পাথর চুপিসারে এস অভিসারে, দ্যাখো ঘুমোচ্ছে শহর এতো দেরি কোরো না কাছে আসায় এতো দেরি কোরো না ভালবাসায় এতো দেরি কোরো না বাড়ি ফেরায় দ্যাখো পথে পড়ে আছে কত গান ফিরে এসো বাড়ি এসো

Dakho Manoshi(দেখো মানসী) Lyrics In Bengali: Fossils

  দেখো মানসী লিরিক্স - Band: Fossils Vocals: Rupam Islam দেখো মানসী ওই দিগন্তে দেখো  ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি, ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন  ভালবাসায়।  ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ করতে চাই না আমি তর্ক ভীষণ, আমার দিক থেকে আজও তোমাকেই ভালবেসে যাই।  ভালবাসা না হলে কি অনুশাসনের যুগে হঠাৎ বড় হওয়ার ছন্দটা খুঁজে পেয়ে মনে মনে লেখা হাজারটা চিঠি তোমাকে পাঠাই।  সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন সময় চলে গেছে তোমাকে নিয়ে আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় .. আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায়, আমার থেকে বহুদূরে তুমি দাঁড়িয়েছ উজ্জ্বলতায় .. হুঁ.. অজানা কী নীল ফুল গোছাগোছা ছিল আঁকা তোমার পোশাকে তুমি পরে আসতে সবসময়, সবসময়।  সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে আমার জীবনে,  আর সে নীলকে ভুলবার নয়।  বাতাস তোমার আসবার কথা বয়ে আনলেই আমি অপেক্ষা করতাম তোমায় ছোঁয়ার, ছোঁয়ার .. তুমি পাশে এসে বসতেই কেটে যেত সময়টা আর এভাবেই কেটে গেছে সময় আমার .. হুঁ.. ইয়ে .. শোনো মানসী, শোনো কারও হাহাকার দরজার কাছে দাঁড়িয়ে আমার সাথে আরেকবার, শুধু একবার ... দেখো মানসী, ওই দিগন্তে দ্যাখো ওই জীবনের সীমান্তে উড়ছে প